Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ফোরামের শোকসভা

আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার তাগিদ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে। আগামীতে যিনিই মেয়র নির্বাচিত হোন না কেন আনিসুল হকের অসমাপ্ত কাজ সমাপ্ত করাই হবে তার জন্য অন্যতম চ্যালেঞ্জ। ঢাকাকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে আনিসুল হকের আরও কিছুদিন বেঁচে থাকার প্রয়োজন ছিল। শনিবার আনিসুল হকের প্রথম মৃত্যৃবাষিকী উপলক্ষে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ গার্মেন্টস মালিকদের সংগঠন ফোরাম এ শোকসভা আয়োজন করে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত শোকসভাটি পরিচালনা করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।

সভায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি একে আজাদ বলেন, আগামীতে আনিসুল হকের মতো জনপ্রিয় মেয়র আর আসবে কিনা সেই চ্যালেঞ্জ রয়েছে। যিনি আসবেন তার কাজ হবে আনিস ভাইয়ের অসমাপ্ত কাজ শেষ করা।

আনিসুল হকের ছোট ভাই সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বলেন, আনিস ভাইকে নিয়ে একটি বই প্রকাশ করা উচিত। তার স্বপ্নকে এগিয়ে নিতে হবে।

আনিসুল হকের স্ত্রী রুবানা হক বলেন, পোশাক খাতকে এগিয়ে নিতে হলে সবাইকে একসঙ্গে থাকতে হবে। আমাদের দায়িত্ব এড়িয়ে গেলে চলবে না। শ্রমিকদের কথা ভাবতে হবে। আনিস যেমন চড়াই-উতরাই পেরিয়ে ফোরামকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের দায়িত্ব হল সেই ধারাবাহিকতা রক্ষা করা।

বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, তিনি যে লক্ষ্য নিয়ে যেসব কাজে হাত দিয়েছিলেন সেসব কাজ শেষ করা কঠিন হলেও সম্ভব। তবে সবাইকে সহায়তা করতে হবে। আনিসুল হক তার কর্মগুণে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছিলেন।

বিজিএমইএর সাবেক সভাপতি আনিছুর রহমান সিনহা বলেন, মানুষ মৃত্যুবরণ করবে এটা চিরসত্য। কিন্তু আনিসুল হক একটু আগেই চলে গেলেন। তার অসমাপ্ত কাজ শেষ করতে হবে। শোকসভায় আরও বক্তব্য রাখেন বিজিএমইএর চট্টগ্রামের নেতা মহিউদ্দিন, ইঞ্জিনিয়ার নুরুল হক, এনায়েত করিম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম