Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

টঙ্গীতে সংঘর্ষ

বিভিন্ন স্থানে তাবলিগের সাদবিরোধী বিক্ষোভ

Icon

ঢাকা (উত্তর), সিদ্ধিরগঞ্জ ও কালিয়াকৈর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিভিন্ন স্থানে তাবলিগের সাদবিরোধী বিক্ষোভ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের সাথী, আলেম-উলামা ও ছাত্রদের ওপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা টঙ্গী কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে তাবলিগের যুবায়ের পন্থীরা। টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ গেটস্থ শিশু উন্নয়ন কেন্দ্রের সামনে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন টঙ্গীর জামিয়া নুরীয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জাকির হোসাইন, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাসউদুল করীম, বাইতুল আকরাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ইউনুস শাহেদী, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ আবু বকর কাসেমী, ইমাম আবু হানিফা (রহ.) মাদ্রাসার মুহতামিম মাওলানা ইকবাল হোসাইন মাসুম, মাওলানা মোসাদ্দেকুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কেরামত আলী, জাহাঙ্গীর হোসেন কাসেমী প্রমুখ।

সমাবেশে বক্তারা ৬ দফা দাবি তুলে ধরে বলেন, যেখানে মুসলমানদের রক্ত ঝরেছে সেখানে কাফেরদের স্থান হয়নি। তাই টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ইহুদিদের এজেন্ট সা’দ আহমাদ কান্ধলভী ও তার দোসরদের স্থান হবে না।

অপর দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার উলামা পরিষদের উদ্যোগে একই দাবিতে সমাবেশ হয়েছে।

শত শত মুসল্লি প্লা-কার্ড, ব্যানার নিয়ে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ ও মাওলানা ওয়াফিসের বিরুদ্ধে নানা ভাষায় স্লোগান দিয়ে মৌচাক প্রাথমিক বিদ্যালয় মাঠে জড়ো হয়। পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লোহাকৈর সড়ক প্রদিক্ষণ শেষে সমাবেশ হয়। মৌচাক উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদুল্লাহ আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন হাফেজ তারেক মাহমুদ, হাফেজ মাওলানা ইউসুফ, মাওলানা রফিকুল ইসলাম, মুফতি হুমায়ুন কবীর, মুফতি মাহাবুব আরেফিন, মুফতি তাফাযযল হক রহমানি প্রমুখ।

এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে হেফজাতে ইসলাম অনুসারী তাবলিগ জামাতের সাথীরা। সিদ্ধিরগঞ্জ থানা ওলামা মাশায়েখ ও তাবলিগ সাথীবৃন্দের ব্যানারে আয়োজিত মিছিলটি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি বশির উল্যাহর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় ও মৌচাক প্রদক্ষিণ করে চিটাগাং রোড হয়ে বটতলা এলাকা দিয়ে মাদানীনগর ব্রিজ এলাকায় এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।

এ সময় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা (বেফাক) বোর্ড সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মুফতি বশির উল্যাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ নূরুল ইসলাম, মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মুফতি মামুনুর রশিদ, মাওলানা হাদিউল ইসলাম, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মাহবুব উল্যাহ সন্দ্বীপি, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা নূরুল ইসলাম (রাহি), মাওলনা মাছুম বিল্লাহ, মাওলানা আবুল ফাতাহ, মাওলানা খালেদ বিন নূর, তাবলিগের সূরা সদস্য আবুল হাসনাত প্রমুখ।

ইজতেমা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম