ইছাপুরা-সিরাজদিখান-নিমতলা সড়ক বেহাল
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে ইছাপুরা-সিরাজদিখান-নিমতলা সড়ক। এ সড়কের ১১ কিলোমিটারের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগে পড়ছে মানুষ। গর্তের কারণে বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এতে সিরাজদিখান সদর, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলা এবং মুন্সীগঞ্জ সদরে যাওয়ার লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। যাতায়াতেও সময় লাগছে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ। এতে আসন্ন তিন মাস পরে রমজানের পর ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
সরেজমিন দেখা যায়, অনেক জায়গাতেই প্রায় পুরো অংশের পিচ উঠে খোয়া বের হয়ে গেছে। আবার কোথাও কোথাও খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এ সড়কের সন্তোষপাড়া গোয়ালবাড়ি মোড়, লালবাড়ি মোড়, হীরনের খিলগাঁও, উপজেলা মোড় থেকে আরাফাত হাসপাতাল এলাকা, দানিয়াপাড়া ফাইভ স্টার কোল্ডস্টোরেজ এলাকা, রশুনিয়া উচ্চ বিদ্যালয় ও ইমমাগঞ্জ থেকে নিমতলা পর্যন্ত রাস্তা খানাখন্দে ভরা।
মুন্সীগঞ্জ সদরের সঙ্গে যোগাযোগের প্রধান সড়কটি দিয়ে সিরাজদিখান উপজেলা, কয়েকটি ইউনিয়ন, টঙ্গীবাড়ি উপজেলা, লৌহজং উপজেলাসহ তিনটি উপজেলার কয়েক লাখ মানুষ চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করায় গুরুত্বপূর্ণ এ সড়ক দুটির আজ বেহাল দশা। সিরাজদিখানের সমবায় সমিতির সভাপতি নজরুল ইসলাম তালুকদার জানান, জেলা সদরে ও ঢাকা যাওয়ার প্রধান রাস্তা এটি। সামনে বৃষ্টিবাদলের দিন, তখন কী হবে সৃষ্টিকর্তাই ভালো জানেন। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। এ ব্যাপারে মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী প্রকৌশলী আবদুল আজিজ ও সিরাজদিখান উপজেলা প্রকৌশলী সোয়াইব বিন আজাদ বলেন, ওই রাস্তায় আমরা সংস্কারের জন্য টেন্ডার প্রসেজ করেছি। ঠিকাদার সিলেকশন হলেই রাস্তার কাজ শুরু করা হবে নিমতলা রাস্তার ব্যাপারে মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ বলেন, রাস্তার টেন্ডার হয়েগেছে ও মালামাল এসে গেছে সহসাই রাস্তার কাজ ধরা হবে।
