বিসিপিএসের নতুন সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৬ মার্চ ২০১৯, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়ার স্থলাভিষিক্ত হলেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. টিআইএম আবদুল্লাহ আল ফারুক ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ডা. আবদুল আলী মিয়া। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডা. জুলফিকার রহমান খান। সদস্য পদে রয়েছেন অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ ও ডা. বিল্লাল আলম। এ কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। মঙ্গলবার বিসিপিএসের ইলেকশন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আফজাল হোসেন ও নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক নূরুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) কাউন্সিলর হিসেবে ৮ জন বিজয়ী হন।
