Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এনটিভির আতিক হত্যা

এক আসামির ফাঁসি দুইজনের যাবজ্জীবন বহাল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ডসহ বিচারিক আদালতের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল খারিজ করে রোববার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সাজা বহাল রেখে রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান। পরে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, বিচারিক আদালতের দেয়া সব আসামির দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

২০১৪ সালের ২৪ জুন একজনের ফাঁসি ও দুই আসামিকে যাবজ্জীবন এবং আরেক আসামিকে তিন বছরের দণ্ড দেন ঢাকার ২ নম্বর দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাকিল শিকদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আলী সরকার নাহিদ ও মো. ফোরকান। অপর আসামি খোকনকে তিন বছরের দণ্ড দেয়া হয়। পরে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মামলার যাবতীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। আসামিপক্ষও আপিল করে।

মামলার এজাহারে বলা হয়েছে, এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম প্রতিদিনের মতো ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। টঙ্গী ডাইভারশন রোডের মগবাজার রেল ক্রসিংয়ের ২০ গজ আগে তালতলা গলির ভেতর যাওয়ার পর সন্ত্রাসীরা আতিকুলকে পরপর দুটি গুলি করে তার মোটরসাইকেল ছিনতাই করে। জনৈক পথচারী জাফর ও টিটু তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ১০টায় তিনি মারা যান। পরে আসামিদের বিরুদ্ধে ২০১০ সালের ৬ অক্টোবর অভিযোগ গঠন এবং ২০১৪ সালের ২৪ জুনে রায় ঘোষণা করেন বিচারিক আদালত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম