Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বোয়েসেলের এমডি হলেন সাইফুল হাসান বাদল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করা হয়েছে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. সাইফুল হাসান বাদলকে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব খাজা মিয়াকে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে পরবর্তী পদায়নের জন্য জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আবদুর রউফ শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্টার্ড হয়েছেন। জয়িতা টাওয়ার নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফাকে বিদ্যুৎ বিভাগের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমানকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন পাটোয়ারীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে। তথ্য আপা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. শহিদুল ইসলামকে জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বিসিআইসির পরিচালক আমিন উল আহসানকে রফতানি উন্নয়ন ব্যুরোর সচিব করা হয়েছে। অপরদিকে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) খন্দকার আজিজুল ইসলামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব এবং বিজেএমসির পরিচালক (যুগ্মসচিব) মো. তৌহিদ হাসানাত খানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে বদলি করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম