ডয়চে ভেলের নতুন শো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ নামে ইউটিউবভিত্তিক নতুন লাইভ টকশো শুরু করতে যাচ্ছে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার রাত ৯টায় ইউটিউবে দেখা যাবে এ টকশো। জার্মানির বন স্টুডিওতে অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে থাকবেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। বিশ্বের বিভিন্ন দেশের অতিথিরা সমসাময়িক বিষয় নিয়ে এতে আলোচনা করবেন। স্কাইপের মাধ্যমে যুক্ত থাকবেন দু’জন অতিথি।
বুধবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ টকশোর ঘোষণা দেন ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান দেবারতি গুহ। নতুন এ শোর প্রেক্ষাপট তুলে ধরেন সঞ্চালক খালেদ মুহিউদ্দীন নিজেই। উপস্থিত ছিলেন বাংলাদেশে জার্মান দূতাবাসের পলিটিক্যাল অ্যাটাশে ইনেস দশরাখ বর্গ। সঞ্চালনা করেন ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি হারুন উর রশীদ স্বপন।
