Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ডিএনসিসি নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাচন বাতিল ঘোষণা চেয়ে মামলা করেছেন ওই নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল। সোমবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এ মামলা করেন। মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও মেয়র আতিকুল ইসলাম ছাড়া অপর বিবাদীরা হলেন- নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাশেম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মেয়র প্রার্থী আহমেদ সাজেদুল হক, ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী আনিছুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মেয়র প্রার্থী শাহীন খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী শেখ মো. ফজলে বারী মাসুদ।

তাবিল আউয়ালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার যুগান্তরকে বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। এ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়ম হয়েছে। যে কারণে এ নির্বাচন বাতিল এবং নির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতে মামলা করা হয়েছে। মামলায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে আবেদন করা হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ায় ভোটগ্রহণ ও ফলাফল গণনা পর্যন্ত নানা অনিয়ম ও কারচুপির তথ্য-উপাত্ত উপস্থাপন করে এ মামলাটি করা হয়েছে। ২৩৮ পৃষ্ঠার আবেদনের সঙ্গে ৪৮৪ পৃষ্ঠার তথ্য-উপাত্ত যুক্ত করে দেয়া হয়েছে। এছাড়া মামলায় ৪১ জনকে সাক্ষী করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের পেশকার জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, তাবিল আউয়ালের মামলাটির গ্রহণযোগ্যতার বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেননি। গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। নির্বাচনে বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। নৌকায় চার লাখ ৪৭ হাজার ২১১ ভোটের বিপরীতে ধানের শীষে ভোট পড়ে দুই লাখ ৬৪ হাজার ১৬১টি। ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন আতিকুল ইসলামকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে। সে অনুযায়ী সংক্ষুব্ধ প্রার্থীরা আজ মঙ্গলবার পর্যন্ত নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ পাবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম