বাংলাদেশে ১০৫০ ট্রেন বগি রফতানিতে আগ্রহী ইন্দোনেশিয়া
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ রেল একসঙ্গে ১০৫০টি ট্রেন বগি চালু করতে চাইছে। আর এতে বড় ভূমিকা রাখতে চাইছে ইন্দোনেশিয়া। তারা শিগগিরই ট্রেনের বগি রফতানির জন্য দরপত্রে অংশ নেবে। দি জাকার্তা পোস্ট জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ (এসওই) মন্ত্রী এরিক থোহির বৃহস্পতিবার জাকার্তা সফররত বাংলাদেশের রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরিচালকমণ্ডলীর সভাপতিও ওই বৈঠকে অংশ নেন। তিনি বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাতা পিটি লেন ইন্ডাস্ট্রি, ট্রেন নির্মাতা পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপি (ইনকা) এবং রেলওয়ে অপারেটর পিটি কেরেতা এপি ইন্দোনেশিয়ার (কেএআই) প্রতিনিধিত্ব করেছেন।
