খাদ্যভবনে সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা!
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর খাদ্য অধিদফতরে সাংবাদিক প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ বিষয়ে কোনো অফিস আদেশ জারি করা না হলেও সোমবার দিনভর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে পারেননি।
জানতে চাইলে খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানুম নিজ দফতরে ভুক্তভোগী সাংবাদিকদের বলেন, ‘খাদ্য অধিদফতরে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না- এমন কোনো বিষয় আমার জানা নেই। সরকারি যে কোনো দফতরে অফিস সময়ে যে কোনো নাগরিকের প্রবেশে বাধা দেয়ার সুযোগ নেই। আমি যখন মহাপরিচালকের দায়িত্ব পালন করেছি, তখন এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন কোনো সাংবাদিককে প্রবেশে বাধা দেয়া হলে বিষয়টি দেখব।’
