Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী। সোমবার রাতে আশুলিয়ার নরসিংহপুরে ইটখোলা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে। স্ত্রীর নাম শামসুন্নাহার ও স্বামী আবদুল জলিল।

শামসুন্নাহার জামালপুর জেলার মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আবদুস সালামের মেয়ে। দুই বছর আগে একই এলাকার শাহজাহানের ছেলে আবদুল জলিলের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামী-স্ত্রী আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া থাকত। দুজনেই এলাকার লাভা কারখানায় চাকরি করত।

জলিল প্রায়ই যৌতুকের টাকার জন্য শামসুন্নাহারকে মারধর করত। এ নিয়ে অনেকবার বিচার-সালিশ হয়েছে। জলিলকে যৌতুকের বেশকিছু টাকাও দেয়া হয়েছে। তারপরও নানা অজুহাতে তাকে মারধর করত আবদুল জলিল। রোববার গভীর রাতে জলিল শ্বশুরবাড়িতে ফোন করে জানায়, শামসুন্নাহার মারা গেছে। মৃত্যুর খবর শুনে আশুলিয়ায় আসলে জানা যায়, আবদুল জলিল শামসুন্নাহারকে শ্বাসরোধে হত্যার পর আশুলিয়া থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে। আবদুল জলিলকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম