নবাবগঞ্জে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক
যুগান্তর রিপোর্ট, নবাবগঞ্জ (ঢাকা)
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নবাবগঞ্জের বিভিন্ন স্থানে চলছে নির্বিচারে ফসলি জমির মাটি কাটার ধুম। কৃষি জমির মাটি বিক্রি করার ফলে জমি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি জমির শ্রেণিও পরিবর্তন হচ্ছে। অন্যদিকে মাটি বিক্রির কাজে ব্যবহৃত অবৈধ মাহেন্দ্রর কারণে গ্রামীণ কাঁচাপাকা সড়ক বেহাল।
স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির প্রভাবশালীরা বিভিন্ন পেশা ও শ্রেণির লোকদের সমন্বয়ে সিন্ডিকেট করে চালিয়ে যাচ্ছে তাদের মাটি বিক্রির ব্যবসা। প্রশাসন বারবার চেষ্টা করেও তাদের থামাতে হিমশিম খাচ্ছে।
জানা যায়, উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় মাটি উত্তোলন ও বিক্রি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও মাঠ পর্যায়ে সিদ্ধান্ত বাস্তবায়নে দেখা দেয় সমন্বয়ের অভাব। ইউনিয়ন পর্যায়ের বেশ কিছু জনপ্রতিনিধি মাটি বিক্রির সঙ্গে জড়িত আছে বলেও অভিযোগ রয়েছে।
রোববার বিকালে ইউএনও এইচএম সালাউদ্দীন মনজু পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান নিয়ে বেশ কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ জন মাটি বিক্রেতাকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন। কিন্তু তারপরও থেমে নেই মাটি বিক্রির ব্যবসা। উপজেলার নয়নশ্রী, জয়কৃষ্ণপুর পশ্চিম সোনাবাজু, কলাকোপার রাজপাড়া, বান্দুরার চালনা মাঝিরকান্দা, শিকারীপাড়া, কৈলাইলের ভাঙ্গাভিটা, মালিকান্দা, সাইলকা চক বাহ্রা ও শোল্লা ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় চলে রাতের আঁধারে মাটি উত্তোলন।
নবাবগঞ্জ ইউএনও এইচএম সালাউদ্দীন মনজু বলেন, মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
