Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভোটার দিবস পালিত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

‘ভোটার হয়ে ভোট দেব; দেশ গড়ায় অংশ নেব’- এ স্লোগানে সোমবার সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান-

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : র‌্যালি শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা লাকী দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খালেদা পারভীন, টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক মো. আসলাম, মৌসুমী, সিএ অনিক হামান প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) : উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. শিবলী সাদিক। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু নাদের, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান শরীফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজাদ ফারুক উদ্দিন আহমেদ, ওসি (অপারেশন) মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ, ইন্সপেক্টর মোহাম্মাদ আল মামুন সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মফিজুল ইসলাম বিপ্লব প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : ইউএনও কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রওশন আরেফিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম