Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এখনও সময় আছে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হোক

হাসান উদ্দিন সরকার

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, অনেক কষ্ট, ত্যাগ ও রক্ত দিয়ে কেনা এ দেশের স্বাধীনতা। একজনের গাফিলতি এবং চরম মিথ্যাচার করে দেশটাকে মিথ্যাচারে পরিণত করে দিয়েছেন। খালেদা জিয়া জেলখানায় মৃত্যুবরণ করলেও আপনাদের জন্য ভয়াবহ আর জেলখানা থেকে মুক্ত করে দিলেও আপনাদের পরিণতি হবে আরও ভয়াবহ। এখনও সময় আছে খালেদা জিয়াকে মুক্ত করে দিয়ে তার সাথে পরামর্শ করে দেশের ১৮ কোটি মানুষের কল্যাণ করুন। যখন পরাজয় হবে তখন অত্যন্ত করুণভাবে আপনাদের ক্ষমতা ছাড়তে হবে।

সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএপির আয়োজনে বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন কায়সারের সভাপতিত্বে মহানগর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকার, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, বশির উদ্দিন বাচ্চু, প্রভাষক বশির উদ্দিন, ফারুক হোসেন খান, সাইফুল ইসলাম টুটুল, শাহাদাত হোসেন শাহিন, সাজ্জাদুর রহমান মামুন, অ্যাডভোকেট নাসির উদ্দিন, সামসুদ্দোহা সরকার তাপস, মহিদ্দিন সরকার, জিএস মাসুম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম