টঙ্গীবাড়ীতে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময়
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টঙ্গীবাড়ীতে কমিউনিটি পুলিশিং ফোরামের মতবিনিময় সভা হয়েছে। সোমবার টঙ্গীবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টঙ্গীবাড়ী থানার অফিসার ইনর্চাজ শাহ্ মো. আওলাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোফাজ্জল হোসেন, সদস্য সচিব নবীন কুমার রায়। উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের প্রচার প্রকাশক সম্পাদক আবু বাক্কার মাঝি, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন বেপারি, সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবপন মাঝি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ বাচ্চু বেপারি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কবির খান, ইব্রাহিম বেপারি, আশ্রাফ মাঝি, কুরবান মাঝি, সোনারং টঙ্গীবাড়ী ইউপি সদস্য আমিন খান, আজাদ বেপারি প্রমুখ।
