বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির মানববন্ধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদ্যুৎ, পানির মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি। সোমবার সকাল ১০টায় শ্রীপুর-মাওনা সড়কের টেংরা রাস্তার মোড়ে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান, ডা. শফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহীন আহমেদ মমতাজী, সাংগঠনিক সম্পাদক এসএম আবুল কালাম প্রমুখ।
