Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কালিয়াকৈরের সফিপুর বাজারে ১৫ দোকান ভস্মীভূত

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের প্রায় ১৫টি দোকান ও টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পানি সমস্যার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা ও ফায়ার সার্ভিস। এদিকে ওই বাজারের আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আগুনের খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পৌরসভার পক্ষে থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম