কালিয়াকৈরের সফিপুর বাজারে ১৫ দোকান ভস্মীভূত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের প্রায় ১৫টি দোকান ও টাকাসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে পানি সমস্যার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা ও ফায়ার সার্ভিস। এদিকে ওই বাজারের আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আগুনের খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পৌরসভার পক্ষে থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।
