করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি
জেলা-উপজেলায় সরকারি কমিটি
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অভ্যন্তরে সম্ভাব্য করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের সভাপতি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আলাদা কমিটি গঠন করেছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় কমিটি গঠনের তথ্য জানিয়ে গঠিত কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে বিশেষভাবে অবহিত করার নির্দেশ দিয়েছে।
জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটিতে সদস্য রয়েছেন পুলিশ সুপার, মেডিকেল কলেজ হাসপাতাল বা সদর হাসপাতালের পরিচালক বা তত্ত্বাবধায়ক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর সদরের মেয়র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক এবং সিভিল সার্জন। স্থানীয় সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করবেন বলে জানানো হয়।
