Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল আজ শুরু

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ৪৬ বছরের ইতিহাসে এবারই প্রথম বিদেশি খেলোয়াড়দের ছাড়া মাঠে নামবে ক্লাবগুলো। ঢাকা লিগে এক সময় ওয়াসিম আকরাম, সৌরভ গাঙ্গুলী, সনথ জয়সুরিয়ার মতো ক্রিকেটাররা খেলেছেন। আজ লিগের আনুষ্ঠানিক দলবদল শুরু হচ্ছে। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। জাতীয় দলের ক্রিকেটাররা এখন সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছেন। তাদের দলবদলের কথা চিন্তা করে সেখানেও ক্রিকেট কমিটি ও ঢাকা মেট্রোপলিসের একটি টেবিল থাকবে।

টানা কয়েক বছর প্লেয়ার্স ড্রাফটের মধ্য দিয়ে লিগ হলেও এবার আবারও আগের নিয়মে ফিরে গেছে। উন্মুক্ত পদ্ধতিতে দলবদল হবে। এরই মধ্যে ক্লাবগুলো ঘর গুছিয়ে নিয়েছে। উন্মুক্ত পদ্ধতিতে দলবদলে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের ব্যাপারে বিসিবি দায়িত্ব নেবে না। ঢাকা লিগ এবার শুরু হচ্ছে ঢাকার বাইরে। চট্টগ্রাম ও কক্সবাজারের দুটি মাঠে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের ম্যাচগুলো। খেলা শুরু হবে ১৫ মার্চ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম