Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ক্রীড়ামুখী মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খেলাধুলায় উঠে আসতে চায়। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনজন ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ দিয়েছে। প্রায় এক দশক পর পঞ্চম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আয়োজন করেছে এই বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি বিশ্ববিদ্যালয়ের এই কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘অ্যাথলেটিক্স টেকনিক্যাল গেম। এই ডিসিপ্লিনে উচ্চশিক্ষিতরা এলে খেলার উন্নতি হবে।’ শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অপরাধ বিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘সুস্থ দেহ সুস্থ মন। আমরা জ্ঞান-বিজ্ঞান-গবেষণার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই। বিকেএসপিকে অনুরোধ করেছি আমাদের পাঁচজন অ্যাথলেট দেয়ার জন্য।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক দ্রুততম মানব ও বিকেএসপির অ্যাথলেটিক্স কোচ আবদুল্লাহ হেল কাফী। তিনি বলেন, ‘বিকেএসপি থেকে ক্রীড়াবিদরা দেশের বড় বিশ্ববিদ্যালয়গুলোয়

সুযোগ পেলে নিজেদের গড়ার সুযোগ পাবে। আমাদের বিকেএসপির সঙ্গে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আশা করি বৃদ্ধি পাবে।’ শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক জহিরুল হক বিশ্ববিদ্যালয়ের এই বিভাগকে আরও গতিশীল করতে চান, ‘আমরা তিনজন ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়েছি। তারা বিভিন্ন খেলা নিয়মিতভাবে পরিচালনা করবেন। আমরা দেশের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করব। সামনে বাংলাদেশ গেমসে অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করতে চাই।’ পরিচালক অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষক হওয়ায় এই বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক খেলাধুলায় বেশি অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে গেমসে অংশগ্রহণ করলে ছাত্রছাত্রীরা খেলার সময়ও ক্লাসে উপস্থিত বলে গণ্য হয় এই বিশ্ববিদ্যালয়ে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম