Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ফিরলেন ডু প্লেসি

Icon

ক্রিকবাজ

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে খেলেননি ফাফ ডু প্লেসি। ভারত সফর দিয়ে সাত মাস পর এই সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দলে তার সঙ্গে ফিরেছেন ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন। এই প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে। একই দলের বিপক্ষে গত অক্টোবরে টেস্ট অভিষেক হয়েছিল লিন্ডের। জায়গা ধরে রেখেছেন তরুণ কাইল ভেরেইন। কুঁচকির চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার কাগিসো রাবাদা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ভারত সফরের দলে নেই লেগ-স্পিনার তাবরাইজ শামসি। বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া ডানহাতি ব্যাটসম্যান ইয়ানেমান মালান। ১২ মার্চ ধর্মশালায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ ১৫ ও ১৮ মার্চ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম