চট্টগ্রাম আবাহনীর জয় : ব্রাদার্সের ড্র
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রাম আবাহনী নিজেদের মাঠে ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এ জয়ে চট্টগ্রাম আবাহনী চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে এলো। অন্য তিন দল অবশ্য চট্টগ্রাম আবাহনীর চেয়ে এক ম্যাচ কম খেলেছে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম আবাহনী অন্যতম শক্তিশালী দল শেখ রাসেলের বিরুদ্ধে আধিপত্য বজায় রেখে খেলে। ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় বন্দরনগরীর দলটি। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে রাকিব হোসেন বাড়ান নিক্সন গাইহেরমেকে। ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বঁাঁদিক দিয়ে আক্রমণে ওঠা সতীর্থের বাড়ানো ক্রসে টোকায় ব্যবধান দ্বিগুণ করেন মানাফ রাব্বী। লিগের অন্যতম বড় বাজেটের দল শেখ রাসেল চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পেয়েছে। আগের দুই ম্যাচে তারা হেরেছে।
এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়নশিপ লীগ থেকে প্রিমিয়ারে ওঠা উত্তর বারিধারা আরিফ হোসেনের দেয়া গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে নাইজেরিয়ান কিংসলে চিগোজির গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স। চার ম্যাচে ব্রাদার্সের তিন পয়েন্ট। তিন ম্যাচে উত্তর বারিধারার এটা প্রথম পয়েন্ট।
জয়পুরহাটে ব্যাডমিন্টন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাট পৌর ভবন চত্বরে রাত্রিকালীন দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ-গ্রুপে ‘রেনেসাঁ ক্লাব’, বি-গ্রুপে ‘নিভান ফিসারিজ-২’ ও ডি-গ্রুপে ‘স্টেশন রোড জয় বাংলা ক্লাব’ নিজ নিজ খেলায় শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সেমিফাইনাল রাউন্ডে উঠেছে। জয়পুরহাট প্রতিনিধি।
