মোহামেডান শঙ্কায়
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ১৬ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মিরপুরে খেলাঘরের কাছে ছয় উইকেটে হেরে সুপার লীগে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেল মোহামেডান। শেষ ম্যাচে তাদের শুধু জিতলেই হবে না, অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ফতুল্লায় কলাবাগানকে ৭৩ রানে হারিয়ে সুপার লীগের আশা বাঁচিয়ে রেখেছে শেখ জামাল। ব্রাদার্সকে সাত উইকেটে হারিয়ে তৃতীয় দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১০ ম্যাচে আবাহনী ও রূপগঞ্জের সমান ১৪ পয়েন্ট। নেট রান রেটে এগিয়ে আবাহনী। দশম রাউন্ড শেষে প্রাইম দোলেশ্বর ও খেলাঘর যথাক্রমে ১৩ ও ১২ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে। শাইনপুকুর, শেখ জামাল, প্রাইম ব্যাংক ও গাজী গ্র“পের পয়েন্ট সমান ১০ করে। মোহামেডানের নয় এবং ব্রাদার্সের পয়েন্ট আট। প্রথমে ব্যাট করে মোহামেডান ১৮১ রানে অলআউট হয়। সর্বোচ্চ ৫৫ রান করেন জনি তালুকদার। খেলাঘরের তানভির ইসলাম চার উইকেট নেন। জবাবে অমিত মজুমদার (৭৬) ও অশোক মেনারিয়ার (৫৪*) হাফ সেঞ্চুরিতে ৫১ বল বাকি থাকতে ছয় উইকেটের অনায়াস জয় পায় খেলাঘর। লীগে মাত্র দুটি জয় পাওয়া কলাবাগানের বিপক্ষে জিতে সুপার লীগের আশা জিইয়ে রাখল শেখ জামাল। প্রথমে ব্যাট করে রাকিন আহমেদ (৭১) ও তানভির হায়দারের (৬১*) হাফ সেঞ্চুরিতে ২৬৩ রানে অলআউট হয় শেখ জামাল। জবাবে তৈয়বুর রহমান (৫১) ও মুক্তার আলীর (৫১) হাফ সেঞ্চুরির পরও ১৯০ রানে গুটিয়ে যায় কলাবাগান। চার উইকেট নেন ইলিয়াস সানি। ব্রাদার্সকে ১৭৮ রানে অলআউট করে রূপগঞ্জ। চারটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও আসিফ হাসান। জবাবে আবদুল মজিদের অপরাজিত ৯৪ রানে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে রূপগঞ্জ।
