Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রূপগঞ্জে বসুন্ধরা ও রংধনু গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মাহে রমজান উপলক্ষে বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে ৫ হাজার লোকের মাঝে গরুর গোশত, পোলাওয়ের চাল, তেল, আটাসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রংধনু গ্রুপ ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

শুক্রবার সকালে ও বৃহস্পতিবার বিকালে নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দু’দিনব্যাপী এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, আওয়ামী লীগ নেতা নবী হোসেন, আলেক হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান সজীব, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম চৌধুরী অপু, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন ভূঁইয়া, মাসুম আহম্মেদ, মতিন ভূঁইয়া প্রমুখ।

অন্যদিকে, শনিবার দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় কায়েতপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান খান।

এ সময় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম