স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন
পুরোহিতসহ করোনায় আক্রান্ত ৩৬
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। শনিবার সকাল থেকে মন্দিরটি লকডাউন করা অবস্থায় আছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ যুগান্তরকে বলেন, মন্দিরের পুরোহিতসহ ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে মন্দিরটি লকডান করা হয়েছে।
তিনি বলেন, মন্দিরে ওই ৩৬ জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি-কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় শুক্রবার সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয় পরীক্ষা করানো হবে। তিনি আরও জানান, একজন সহকারী উপ-পরিদর্শক মন্দিরের নিরাপত্তার তত্ত্বাবধানে ছিলেন। নমুনা পরীক্ষায় তারও করোনা পজিটিভ এসেছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-
চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে এ স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক যুবকসহ দু’জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ঘটনায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে তাদের বাড়ি লকডাউন করা হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় কাষ্টভাঙ্গা ইউনিয়নের একটি গ্রাম লকডাউন করেছে প্রশাসন।
