Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাগরে ভাসা রোহিঙ্গাদের নিতে বলছে এইচআরডব্লিউ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গভীর সমুদ্রে দুটি ট্রলারে ভাসমান পাঁচ শতাধিক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি। সংস্থাটি বলছে, জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী ট্রলার দুটিতে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত খাবার ও পানি নেই। এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, মিয়ানমারের গণহত্যার কারণে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশকে অনেক বড় বোঝা কাঁধে নিতে হয়েছে; কিন্তু শরণার্থী বোঝায় ট্রলারকে ফিরিয়ে দিয়ে তাদের সাগরে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার কোনো অজুহাত নেই।

সংস্থাটি বলেছে, সাগরে অবস্থানরত শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের ব্যাপারে সব রাষ্ট্রের অধিকতর সমন্বয় এবং দায়িত্ব ভাগ করে নেয়া প্রয়োজন।

তবে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গাদের বাংলাদেশের ওপর চাপিয়ে দিতে চায়। কদিন পরপর মিয়ানমারের লোকগুলো সমুদ্রে যায় এবং খুব কষ্টে থাকে। তখন আমাদের বলা হয়, আপনারা ওদের নিয়ে নেন। আমাদের ইউএনএইচসিআর অনুরোধ করে, ওরা মরে যাচ্ছে আপনারা নেন। কিছুদিন আগেও ৩৯৬ জন রোহিঙ্গাকে বাংলাদেশ গ্রহণ করেছে; কিন্তু কেউ যদি গভীর সমুদ্রে থাকে তা হলে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব গভীর সমুদ্রের আশপাশের দেশগুলোর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, তাদের কেউই আমাদের এ এলাকায় অন্য যেসব দেশ আছে, যেমন- থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারত, ফিলিপাইনের কাছে গিয়ে অনুরোধ করে না রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার জন্য। বাংলাদেশ আগে থেকেই ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম