Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

করোনা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে

- রিজভী

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজকে সারা বিশ্বে করোনা মহামারী চলছে। বাংলাদেশে এ মহামারী মোকাবেলায় সাহস নিয়ে সবাইকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। আমাদের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে কাজ করতে হবে। অসহায় মানুষ যাতে না খেয়ে মারা না যায়, সেই ব্যবস্থা করতে হবে।

রাজধানীর সূত্রাপুরে শনিবার ত্রাণ বিতরণকালে রিজভী এ কথা বলেন। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রিজভী বলেন, সরকারের উচিত প্রতিটি মানুষ যাতে কিছু পায়, সেই ব্যবস্থা করা; কিন্তু তা না করে নিজ দলীয় লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে চুরির সুযোগ দেয়া হচ্ছে। এভাবে চলতে পারে না।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। প্রতিদিন মৃত্যুর খবর আসছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সঙ্গে মানুষ না খেয়েও মারা যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম