Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আখাউড়ায় গ্রামে একাধিক স্থানে ফাটল

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে একাধিক জায়গাতে ফাটলের কারণে ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ও ওসি রসুল আহমদ নিজামী ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন। দুপুরের দিকে মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে বসবাস করা লোকজনকে গ্রাম থেকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য গণবিজ্ঞতি জারি করা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক মোবাইল ফোনে স্থানীয় গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে আহ্বান জানান। এ সময় আখাউড়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে মাইকিং করে বিকাল ৪টার মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা ত্যাগ করে ওই ইউনিয়নের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করার অনুরোধ জানানো হয়। যে কোনো ধরনের দুর্যোগ এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছে উপজেলা প্রশাসন। জয়পুর গ্রামে অন্তত ২০টি স্থানে মাটিতে ফাঁটল দেখা দেয়ার ঘটনায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম