কৃষকের ধান কাটা হটলাইন সংখ্যা দ্বিগুণ করল কৃষক লীগ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বোরো মৌসুমে কৃষকের ধান কাটাসহ কৃষি সম্পর্কীয় কাজে সেবা সহজ করতে হটলাইন সংখ্যা দ্বিগুণ করেছে বাংলাদেশ কৃষক লীগ। অঞ্চলভিত্তিক এসব হটলাইন নম্বরে কৃষক ফোন দিলেই শ্রমিক এসে ধান কেটে দিয়ে যাবে।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকের ধান কাটতে মোট দশটি অঞ্চলের এক হাজার নেতাকর্মী মাধ্যমে দশটি টিমে ভাগ করা হয়েছে। প্রতিটি টিমের লিডারের ফোন নাম্বার হট লাইনে দেয়া আছে। কৃষকের সুবিদার জন্য আমরা প্রতিটি অঞ্চলের জন্য আরেকটি নাম্বার সংযোগ করেছি।
কৃষক লীগের হটলাইন নাম্বরগুলো হল- সিলেট অঞ্চল- ০১৭১১ ৩৩১০৭২ ও ০১৭৬৮ ৩৫৩৭৮০, কুমিল্লা অঞ্চল-০১৭৩২ ১৭০৫৫৫ ও ০১৭১১ ৫২৬৬৬৭, চট্টগ্রাম অঞ্চল- ০১৭১১ ১৪০২১৬ ও ০১৭১১ ৭২১৭৩৪, রংপুর অঞ্চল- ০১৭১১ ২৬১৮৩৩ ও ০১৯২৭ ৩৮১১৭০, বরিশাল অঞ্চল- ০১৭১১ ৪৪২২১৩ ও ০১৭১১ ৩৯২২৪৫, ফরিদপুর অঞ্চল- ০১৭১২ ০৯২৭৫৬, রাজশাহী অঞ্চল- ০১৭১৪ ২২০৫৬৩ ও ০১৭১১ ২২৪৬৯৬, ঢাকা অঞ্চল- ০১৭১১ ৩২৯০৪৪ ও ০১৭১১ ৬৪৫০৫৬, খুলনা অঞ্চল- ০১৭১৬ ৭১৬২০১ ও ০১৭১৫ ২৫১৪২৮, ময়মনসিংহ অঞ্চল- ০১৭১৬ ৬৭০৭৭০ ও ০১৭১১ ৫২০০৪২।
