Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জরুরি প্রয়োজনের সব অফিস খুলছে আজ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

জরুরি পরিষেবা ও জরুরি কাজের সঙ্গে যুক্ত সরকারের সব অফিস খুলছে আজ (রোববার)। গত বৃহস্পতিবার অফিস আদেশ জারি করে আনুষ্ঠানিকভাবে ১৮টি মন্ত্রণালয় খোলা রাখার কথা বলা হলেও পরে সেটি বাতিল করা হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোনো মন্ত্রণালয়ের নাম উল্লেখ না করে বলা হয়- জরুরি প্রয়োজনে যাদের অফিস খোলা রাখা দরকার তাদের সীমিত পরিসরে অফিস খোলা রাখতে চিঠি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন যুগান্তরকে বলেন, ‘আমরা প্রত্যেক মন্ত্রণালয়কে আলাদাভাবে চিঠি দিয়ে বলেছি, যাদের জরুরি কারণে অফিস খোলা প্রয়োজন তারা সীমিত আকারে কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত অফিস খোলা রাখতে পারবেন।

তবে কোন কোন দফতর খোলা রাখা প্রয়োজন তা সুনির্দিষ্টভাবে বলে দেয়া কঠিন। তাই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার আগে থেকেই সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগসহ মাঠ প্রশাসনের অনেক দফতরের অফিস খোলা ছিল। আজ আনুষ্ঠানিকভাবে আরও কিছু মন্ত্রণালয় খোলা হতে পারে। একই সঙ্গে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত প্রয়োজনীয় সব অফিস খোলা থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম