Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গানম্যানের গুলি

নিহতদের পরিবারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর অনুদান

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নিজ গানম্যান এএসআই কিশোর কুমার সরকারের পিস্তলের গুলিতে নিহত মহিম ও শহিদের পরিবারকে দেড় লাখ টাকা অনুদান দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কালিয়াকৈর উপজেলার বাস টার্মিনালে এক অনুষ্ঠানে শনিবার দুপুরে মহিমের স্ত্রী পারভীনের হাতে এক লাখ ও শহিদের স্ত্রী মনোয়ারার হাতে ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন তিনি। মহিম উদ্দিন মহিম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ডাবলাপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে এবং আজগানা গ্রামের আবদুস সবুরের ছেলে শহিদ। মন্ত্রীর গানম্যান কিশোর কুমার ১৬ এপ্রিল ওই নৃশংস দুটি হত্যাকাণ্ড ঘটায়। তিনি কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার নারায়ণ কুমারের ছেলে। অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, প্রকল্প কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন প্রমুখ।

পরে মন্ত্রী পৌরসভার ২৮৫০ পরিবার ও উপজেলার ৫৯৩০ পরিবার মোট ৮৭৮০ পরিবারে ত্রাণ বিতরণ করেন।

জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর থানার এলাকার আজগানা গ্রামের শহিদ ও পাশের ডাবলাপাড়া এলাকার মহিমের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠে মন্ত্রীর গানম্যান কিশোরের। কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় তারা আড্ডা দিত। মাদক ও পরকীয়া সন্দেহে ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে কুতুবদিয়া এলাকায় এএসআই কিশোর হঠাৎ তাদের ওপর গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শহিদ নিহত হন এবং গুলিবিদ্ধ মহিমকে গুরুতর অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার রাত ৩টার দিকে তিনি মারা যান। ক্ষতিগ্রস্ত দুই পরিবার মন্ত্রীর কাছে তাদের পরিবারের নিরাপত্তাসহ সহযোগিতা চাইলে মন্ত্রী তাদের পাশে থাকবেন বলে জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম