নানা অনিশ্চয়তায় গাজীপুরে ফিরছেন গার্মেন্ট শ্রমিকরা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আজ রফতানিমুখী কারখানাগুলো খোলা রাখার ঘোষণায় শ্রমিকরা আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। বাড়ির মালিকরা করোনাভাইরাস নেগেটিভ এমন নিশ্চয়তা পেলেই বাসায় উঠতে দেবেন। তা না হলে ঝুঁকি না নেয়ার কথা জানিয়েছেন তারা।
শনিবার বিকাল ৪টার পর থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বাড়িফেরত শ্রমিকদের বিভিন্ন মহাসড়ক হেঁটে আবারও রিকশাযোগে যাতায়াত করতে দেখা গেছে।
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার কর্টেজ গার্মেন্ট লিমিটেডের ফিনিশিং শাখার সিনিয়র অপারেটর হাসিনা আক্তার। বাড়ি নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর উপজেলার লক্ষীপুরা গ্রামে।
তিনি বলেন, সরকার ও গার্মেন্ট মালিকরা আমাদের নিয়ে মরণখেলা খেলছে। সরকার বলে ঘরে থাকতে, মালিক বলে রাস্তায় বের হও। আমাদের কোনো উপায় নেই।
শনিবার বিকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন সাইফুল ইসলাম। তিনি গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার ইভা ইন্টারন্যাশনাল লিমিটেডের শ্রমিক। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মোটেরবাজার এলাকায়।
সাইফুল জানান, আজ কারখানায় যোগ দিতে না পারলে এপ্রিলের বেতনভাতা পাওয়া যাবে না ও চাকরি হারাতে হবে। এমন ভয় থেকেই তিনি কাজে যোগদান করতে বাড়ি থেকে চলে এসেছেন।
গাজীপুর মহানগরীর কড্ডা নাওজোর এলাকার পলমল গ্রুপের কর্টেজ অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) সৈয়দ শামসুর রায়হান বলেন, ছুটি দেয়ার সময় কোনো শ্রমিককে বাড়ি যেতে বলা হয়নি।
তাছাড়া যারা বাড়ি গেছেন তাদের ডাকা হয়নি। যারা কারখানার আশপাশে রয়েছেন তাদের দিয়ে তথা ৩০ শতাংশ শ্রমিক দিয়ে উৎপাদন চালু রাখব। যারা আসতে পারবেন না তাদের চাকরি চলে যাবে এমনটি বলা হয়নি।
