বিমানকে ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিমান বাংলাদেশকে চলতি মূলধন হিসেবে ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আতাউর রহমান প্রধান যুগান্তরকে বলেন, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় বিমানকে ১ হাজার কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এ টাকা প্রণোদনার টাকা থেকে ছাড় করা হবে।
জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এক মাসের বেশি সময় ধরে ডানা গুটিয়ে বসে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বহরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থার ১৮টি উড়োজাহাজ অলস বসে আছে। বসে থাকলেও উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণ খরচ, কমর্চারীদের বেতনসহ অন্যান্য খরচ রয়েই গেছে। তাই বিমানকে বাঁচাতে ১৫০০ কোটি টাকার ঋণের আবেদন করে বিমান কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১ হাজার কোটি টাকা ঋণ দেয়ার সিদ্ধান্ত নেয় সোনালী ব্যাংক।
ব্যাংকটি জানায়, প্রতিকূল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হচ্ছে। সময়োপযোগী বিভিন্ন সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতোমধ্যে গৃহীত হয়েছে।
