বন্দরে বিতরণের জন্য আনা খাদ্যসামগ্রী লুট
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে ত্রাণের জন্য আনা খাদ্যসামগ্রী লুট হয়েছে। শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ২০নং ওয়ার্ডের বন্দরের মাহমুদনগর এলাকায় এ ঘটনা ঘটে। লুট হওয়া খাদ্যসামগ্রীর রয়েছে চাল, ডাল, তেল ও আটা।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের ইনসি সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষ শনিবার নাসিক ২০নং ওয়ার্ডের মাহমুদনগর ও বেপারীপাড়া এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করবে বলে খবর প্রচার হয়। শনিবার সকালে কয়েকশ’ নারী-পুরুষ ফ্যাক্টরির সামনে ভিড় জমায়। মাহমুদনগরের ইসমাইল হোসেন জানান, সিমেন্ট ফ্যাক্টরির প্রধান কার্যালয় থেকে এলাকাবাসীর জন্য ত্রাণসামগ্রী পাঠানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ প্যাকেট খুলে তা থেকে কিছু রেখে দেয়। এ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী।
