Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ হেলথ ওয়াচের গবেষণা

অপবাদের শিকার করোনা রোগী ও স্বাস্থ্যকর্মীরা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও স্বাস্থ্যকর্মীরা অপবাদের শিকার হচ্ছেন। তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে, বিতাড়িত করা হচ্ছে। এ কারণে করোনা আক্রান্ত হলেও মানুষ চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন। স্বাস্থ্যকর্মীরাও চিকিৎসাসেবা দিতে নিরুৎসাহিত হচ্ছেন। আক্রান্ত রোগীকে ফেলে পালাচ্ছেন স্বজনরা, আক্রান্ত রোগী আইসোলেশন থেকে পালিয়ে যাচ্ছেন। এসবই ঘটছে সামাজিকভাবে নিগৃহীত হওয়ার ভয় থেকে। এ ভয় ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে। সাম্প্রতিক এক গবেষণায় এমন চিত্র পাওয়া গেছে।

বাংলাদেশে করোনাকে ঘিরে আতঙ্ক আর অপবাদের চরিত্রটিকে বোঝার জন্য ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ড. শাহাদুজ্জামান এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ড. সুমন রহমান যৌথভাবে একটি সংক্ষিপ্ত গবেষণা করেছেন। গবেষণাটি বাংলাদেশে সুশীলসমাজের প্লাটফর্ম বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় পরিচালিত হয়েছে।

গবেষণার সারাংশে বলা হয়েছে, এ মুহূর্তে অপবাদের সংস্কৃতি প্রতিরোধ করা দরকার। এক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণ প্রয়োজন। সবাইকে করোনা আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে। প্রশাসনিক সহায়তায় একটা অপবাদ প্রতিরোধী দল তৈরি করতে হবে। সেখানে রাজনীতিবিদ, সমাজকর্মী, ধর্মীয় নেতা এবং জনপ্রশাসন থাকবে। গণমাধ্যমে উপযুক্ত তথ্য ও নির্দেশনা দিয়ে সচেতন করতে হবে মানুষকে। অবাধ তথ্য যেমন নিশ্চিত করতে হবে, পাশাপাশি গুজবের ব্যাপারেও জিরো টলারেন্স থাকতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম