ফের সিসিইউতে অধ্যাপক আনিসুজ্জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। শনিবার রাতে তার ছেলে আনন্দ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তির পর দু’দিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) রাখা হলেও দু’দিন পরে তাকে কেবিনে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের পরামর্শে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও শুক্রবার বিকালে সিসিইউতে নিয়েছেন চিকিৎসকরা। আনন্দ জামান বলেন, ‘আব্বার শারীরিক বিভিন্ন টেস্টের ফলাফল ও ভাইটাল নম্বরগুলো এখনও পজিটিভ। তবে ভীষণ দুর্বল। পর্যাপ্ত পুষ্টির জন্য সিসিইউতে রেখে তাকে রাইলস টিউবের মাধ্যমে খাবার দেয়া হচ্ছে।
