Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভারত থেকে দ্বিতীয় পর্যায়ে ফিরলেন ৩১৮ জন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সরকারের উদ্যোগে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার দ্বিতীয় পর্যায়ে দেশে ফিরেছেন ৩১৮ জন। এর মধ্যে দিল্লি হয়ে বাংলাদেশ বিমানে ১৫১ এবং চেন্নাই হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে ১৬৭ জন। শনিবার ভারতে আটকে পড়া এসব বাংলাদেশি দেশে ফেরেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশ হাইকমিশন জানায়, দিল্লি থেকে ফেরত আসা যাত্রীদের মধ্যে ভারতে চিকিৎসার জন্য আসা উল্লেখযোগ্যসংখ্যক রোগী রয়েছেন। এছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এই ফ্লাইটে দেশে এসেছেন। দিল্লি থেকে যাত্রার আগে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তাদের একটি দল যাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। হাইকমিশন আরও জানায়, ?চেন্নাই থেকে ফেরা যাত্রীদের অধিকাংশই রোগী ও তাদের সঙ্গে শুশ্রূষাকারী হিসেবে যাওয়া পরিবারের সদস্য। আগামী তিন দিনে মুম্বাই, কলকাতা ও দিল্লি থেকে বাংলাদেশ বিমানে আরও প্রায় চারশ’ বাংলাদেশি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করে হাইকমিশন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম