এসির কম্প্রেসার বিস্ফোরণ
দগ্ধ তিনজনের মধ্যে দু’জনের মৃত্যু
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পল্টনের একটি এসি সেলুনের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন সেলুনে চুল কাটাতে আসা মো. রাসেল (২৮) ও পথচারী শাহ-আলম (৫০)। শুক্রবার রাতে ও শনিবার সকালে তারা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি আছেন সেলুনটির মালিক আবুল কালাম (৩৫)। এর আগে বুধবার রাত পৌনে ৯টার দিকে ৪৪নং নয়া পল্টন ‘স্টাইল জোন’ সেলুনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
