Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রাশিয়ার প্রধানমন্ত্রী ও পাকিস্তানের স্পিকার করোনায় আক্রান্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ও পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আসাদ কায়সারের ছেলে ও মেয়েও এ ভাইরাসে আক্রান্ত হন।

বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক সভায় রাশিয়ার প্রধানমন্ত্রী মিশুস্তিন প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনকে বলেন, ‘এই মাত্র আমি জানতে পেরেছি করোনাভাইরাসের জন্য আমি যে পরীক্ষা করাতে দিয়েছিলাম সেই রিপোর্ট পজিটিভ এসেছে।’ এ সময় তিনি উপ-প্রধানমন্ত্রী (প্রথম) আন্দ্রে বেলউসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে বলেন। তার এ সিদ্ধান্তকে গ্রহণ করেন পুতিন। তিনি এমন দিনে করোনায় আক্রান্ত হলেন যে দিন দেশটিতে রেকর্ড ৭ হাজার ৯৯ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গেল জানুয়ারি মাসে মিশুস্তিনকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। করোনা মহামারীর সময়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে কাজ করে যাচ্ছিলেন। বাংলাদেশ সময় শনিবার রাত ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, রাশিয়ায় ১ লাখ ৬ হাজার ৪৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৩ জন। সেরে উঠেছেন ১১ হাজার ৬১৯ জন।

এদিকে পাকিস্তানের স্পিকার আসাদ কায়সার নিজেই টুইট করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন। তিনি জানান, টেস্ট পজিটিভ আসার পরেই বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। আক্রান্ত হয়েছেন তার ছেলে ও মেয়ে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজনীতিবিদ আসাদ কায়সার। কয়েকদিন আগেও তিনি ইমরানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। আসাদের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এপ্রিলে পাকিস্তানের সবচেয়ে বড় দাতব্য সংস্থার প্রধান ফয়সাল ইধির সঙ্গে বৈঠকের পর ইমরানের স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম