Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সোনারগাঁয়ে ভূঁইয়া ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ

প্রকাশ: ০২ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাসের হটস্পট হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত এক মাসে এ উপজেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ জন। আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে বেশির ভাগ মানুষ। অনেকে ঘরবন্দি থেকে কর্মহীন হয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন।

এ অবস্থায় রমজান ও ঘরবন্দি কর্মহীন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান ভূঁইয়া বাবুল। শুক্রবার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে চারদিকে মেঘনা নদী পরিবেষ্টিত উপজেলার নূনেরটেকে ৫ গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর সাড়ে ৪শ’ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আরও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম