ভাড়াটিয়ার কাণ্ড
বাড়ির মালিকের ছেলেকে অপহরণের পর হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার হরিনাচালা আমতলা এলাকায় অপহরণের ৫ দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। র্যাব ও পুলিশ শনিবার রাত সাড়ে ১২টার দিকে শিশুটির বাড়ির ৩ তলায় ঝুট গুদাম থেকে তার লাশ উদ্ধার করে। হতভাগ্য শিশুটির নাম আলিফ হোসেন (৫)। সে কোনাবাড়ীর আমতলার এলাকার ফরহাদ হোসেনের ছেলে।
গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ২৯ এপ্রিল বিকালে শিশু আলিফকে অপহরণ করে ফরহাদ হোসেনের ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০) নামে এক যুবক। অপহরণের পর তারা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে বাড়ির মালিক ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদ হোসেনকে যেতে বলে অপহরণকারীরা। পরে শনিবার সন্ধ্যায় মুক্তিপণের টাকা নিয়ে পুবাইল এলাকায় যান ফরহাদ হোসেন। সেখান থেকে সাগরকে আটক করে র্যাব সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে ফরহাদ হোসেনের বাড়ির তৃতীয় তলার ঝুট গুদাম থেকে আলিফের লাশ উদ্ধার করা হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। মূল আসামি সবুজকে গ্রেফতারের চেষ্টা চলছে।
