Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

করোনা সৈনিকদের কুর্নিশ জানাতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা সৈনিকদের কুর্নিশ জানাতে আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার ও যুদ্ধবিমান। আকাশ থেকে পুষ্পবৃষ্টি করা হচ্ছে হাসপাতালগুলোর ওপর। রোববার সকালে ভারতের নানাপ্রান্তে এমনই ছবি চোখে পড়েছে। ভারতীয় বিমানবাহিনীর এ উদ্যোগকে একদিকে যেমন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন একাংশের মানুষ, তেমনি এর তীব্র সমালোচনা করেছে আর একটি অংশ। তাদের দাবি, এভাবে টাকা অপচয় না করে সামনে থেকে যারা করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাদের জন্য টেস্ট কিট ও পিপিইর জোগান বাড়ালে দেশের জন্য শুভ হতো। এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, উত্তর ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের প্রিন্স জর্জ কাউন্টিতে স্বাস্থ্যকর্মীদের সম্মানার্থে বিশেষ বিমান প্রদর্শনী পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র বিমানবাহিনী এ বিমান প্রদর্শনী পরিচালনা করে। এক স্কোয়াড্রন বিমান এতে অংশ নেয়। এ প্রদর্শনী শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হয় এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। সিনহুয়া ও আনন্দবাজার। নোভেল করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনীর জওয়ান এবং সংবাদমাধ্যমের কর্মীদের অভিবাদন জানাতে পুষ্পবৃষ্টিসহ একাধিক পদক্ষেপের ঘোষণা করেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। সে মোতাবেক রোববার সকালে এ অনুষ্ঠানের সূচনা হয়।

এদিন ইন্তেখাব আলম নামে এক ব্যক্তি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। এতে এক হাতে সন্তানকে কোলে নিয়ে, অন্য হাতে জিনিসপত্র টানতে টানতে এগিয়ে যেতে দেখা যায় এক নারীকে। ইন্তেখাব লেখেন, ১০০ কোটি টাকা খরচ করে সরকার যখন মনোরঞ্জন করতে ব্যস্ত, সেই সময় ১০ মাসের শিশুকে কোলে নিয়ে সুরত থেকে হেঁটে এলাহাবাদ যাচ্ছেন এ নারী।

বিমানবাহিনীর এ উদ্যোগের সমালোচনা করে গত দু’দিন ধরেই টুইটারে সরব একাধিক মানুষ। সাকেত গোখেল নামে এক ব্যক্তি লেখেন, রোববার আকাশে চক্কর কাটার সময় আকাশ থেকে টেস্ট কিট ও পিপিই ফেলতে পারবে কি বিমানবাহিনী? তা করলে অন্তত মুখ রক্ষা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম