Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

করোনা মোকাবেলায় নাগরিক ঐক্যের ৮ দফা প্রস্তাব

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবেলায় অর্থনীতিবিদ-বিশেষজ্ঞ-পেশজীবীদের সমন্বয়ে ৩ থেকে ৫ বছর মেয়াদি ‘জাতীয় পুনর্গঠন কমিটি’ গঠনসহ ৮ দফা প্রস্তাবনা দিয়েছে ‘নাগরিক ঐক্য’। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ প্রস্তাবনা দেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘কোভিড-১৯ : বৈশ্বিক মহামারী এবং বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনায় বক্তারা দলমত নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ করে করোনাভাইরাস মোকাবেলায় সরকারকে জরুরি উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন।

নাগরিক ঐক্যের ৮ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- করোনা পরিস্থিতি মোকাবেলায় অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, এনজিও প্রদিতনিধির সমন্বয়ে ৩-৫ বছর মেয়াদি একটি স্থায়ী ‘জাতীয় পুনর্গঠন কমিটি’ গঠন; ত্রাণ চুরি, স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে শাস্থির ব্যবস্থা; স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের খরচ, বেতন ইত্যাদি আগামী ৬ মাসের জন্য মওকুফ; মাদ্রাসাভিত্তিক লিল্লাহ বোর্ডিং, এতিমখানা ও বৃদ্ধাশ্রমগুলোতে আগামী ৩ মাসের খাবার সরবারহ; দিন এনে দিন খাওয়া দুই কোটি পরিবারকে ৩ মাসের খাবার সরবারহ; মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত ২ কোটি মানুষের জন্য ৫০ শতাংশ ভর্তুকি দিয়ে রেশনিং ব্যবস্থা চালু; দরিদ্র কৃষকদের সব ঋণ মওকুফ; মাঝারি চাষীদের ঋণ ৬ মাসের জন্য মওকুফ; চলতি বোরো মৌসুমের খাদ্যশস্য সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মাঠ থেকে তুলে দেয়া; ত্রাণ বিতরণ ও টিসিবি কার্যক্রম তদারকি; কৃষকদের কাছ থেকে ধান কেনার দায়িত্ব সামরিক বাহিনীর হাতে ন্যস্ত; সামরিক বাহিনীসহ অন্যান্য বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এনজিওর সমন্বয়ে তালিকা প্রণয়ন বিতরণ ও বিপণনের ব্যবস্থা করা; চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর জন্য পর্যাপ্ত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুযায়ী সুরক্ষা উপকরণের ব্যবস্থা; সব ধরনের গৃহস্থালি ইউটিলি বিল আগামী ৩ মাসের জন্য মওকুফ; ৫ হাজার টাকা পর্যন্ত বাড়ি ভাড়া স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়ির মালিকদের প্রদান; ২৫ হাজার টাকা পর্যন্ত মাসিক আয়ের মানুষের বাড়িভাড়ার অর্ধেক সরকারকে বহন করা এবং সরকারের ঘোষিত ঋণ প্রণোদনা বিতরণ তদারকিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট খাতের ব্যক্তি, এনজিও প্রতিনিধি, অর্থনীতিবিদ, গবেষণা সংস্থার প্রতিনিধিসহ মনিটরিং সেল গঠন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম