Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ডা. জাফরুল্লাহ চৌধুরীর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপেই গণস্বাস্থ্যের উদ্ভাবিত করোনাভাইরাস সংক্রমণ নির্ণায়ক কিটের কার্যকারিতা পরীক্ষার দরজা পর্যন্ত যেতে পেরেছে বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার এক আলোচনা সভায় গণস্বাস্থ্যের ট্রাস্টি এই মন্তব্য করেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনার ইন্টাফেয়ারেন্সের জন্যই শেষ পর্যন্ত উদ্ভাবিত কিটটা পরীক্ষার দরজা পর্যন্ত যেতে পেরেছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘কোভিড-১৯ : বৈশ্বিক মহামারী এবং বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

ডা. জাফরুল্লাহ বলেন, ‘এখন আমরা বিএসএমএমইউর ভাইস চ্যান্সলরের কাছে আবেদন যে, আপনারা দ্রুত পরীক্ষা করেন, নিরপেক্ষভাবে পরীক্ষা করেন। ভালো হলে বলেন খারাপ হলেও বলেন। আমাদের কোনো আপত্তি নাই। আমরা জানি, আমরা পরীক্ষায় পাস করব। কারণ এটার গবেষণা আমরা ভালোভাবে করেছি। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজকে বলছে, আমাদের দাও, আমার পরীক্ষা করে দেখি তোমার এটাকে (কিট)। কিন্তু আমার কাছে আমার দেশ পরীক্ষা করার আগে বাইরে করতে আমার আত্মসম্মানে লাগে। যে দেশের জন্য আমি যুদ্ধ করেছি, যে মুক্তিযুদ্ধে যে দেশ সফল, সেখানে তার নিজের আত্মসম্মানবোধ আছে। সেই কারণেই আমার অন্য কারো রাজি না হওয়ার আগে বাংলাদেশ দেখুক।’ পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনও নমুনা বিএসএমএমইউতে পাঠাইনি। তারা সোমবার আমাকে ডাকবে। তারা নিজেরা মিটিং করে জানাবে কবে পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম