রাজধানীতে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র রমজান মাস ও করোনাভাইরাসের সংকট মোকাবেলায় হতদরিদ্র, ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। রোববার রাজধানীর বিভিন্ন স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সকালে রাজধানীর ওয়ারীর নিজ বাসভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতারসামগ্রী বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণে প্রচার ও প্রকাশনা সম্পাদক এরমান হক বাবু রোববার দুপুরে খিলগাঁও ও সবুজবাগে শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক তারিক সাঈদ পৃথক পৃথকভাবে ইফতারসামগ্রী বিতরণ করেন। তাদের এ উদ্যোগ রমজানের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান স্বেচ্ছাসেবক লীগের এ দুই নেতা। ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু নিজ এলাকার ১৬টি মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের জন্য ইফতার ও সেহরির খাবার পাঠিয়েছেন। এছাড়া কাপ্তান বাজারে কর্মহীন যেসব শ্রমিক নিজ এলাকায় ফিরে যেতে পারেননি তাদের মধ্যে সেহরির খাবার বিতরণ করেছেন।
এদিকে রোববার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন দাস ওয়ার্ডের বিভিন্ন এলাকার হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্রতিটি প্যাকেটে ছিল- চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল, আটা ও ছোলা। ৬২নং ওয়ার্ড কাউন্সিলর ও শেখ আবদুল্লা মোল্লা স্কুলের সভাপতি মোস্তাক আহমেদ অসহায় মানুষের পাশাপাশি নিম্নমধ্যবিত্ত আয়ের পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ৬৫নং ওয়ার্ডে বসবাসরত প্রায় ২৬০ জন রিকশা-অটো ও লেগুনা-বাসের চালক হেলপারদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউন্সিলর সামসুদ্দিন আহমেদ সেন্টু।
