Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাজীপুরে ড্যাব ও টঙ্গীতে যুবদলের ত্রাণ বিতরণ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টঙ্গীতে অসচ্ছল, বয়স্ক, প্রতিবন্ধী, সংখ্যালঘু ৫০০ পরিবারের মাঝে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে শনিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গাজীপুর মহানগর যুবদলের সভাপতি বসির উদ্দিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহসভাপতি শওকত হোসেন বাবু, মো. মিজানুর রহামান, শহীদুল ইসলাম প্রমুখ।

এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) গাজীপুর জেলা শাখার নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তিনশ’ মানুষকে ত্রাণ বিতরণ করেছেন। শুক্রবার শহরের মাজেদা কমপ্লেক্সে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। জেলা ড্যাবের আহ্বায়ক সহকারী অধ্যাপক ডা. আলী আকবর পলানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ড্যাবের যুগ্ম আহ্বায়ক ডা. শাহজাহান সিরাজ, সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ডা. আশরাফুল ইসলাম মাসুম প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম