Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাজীপুরে দুই পোশাক শ্রমিক করোনা আক্রান্ত

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুর মহানগরীর গাছা ও টঙ্গী এলাকার দু’টি পোশাক কারাখনার দুই শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং অপরজন গণস্বাস্থ্য নগর হাসপাতাল, টঙ্গী ভর্তি রয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, তাদের একজনের বাড়ি রংপুরের পীরগাছা থানার হরনাথপুর কাদিরাবাদ এলাকায়। তার বয়স ২৮ বছর। তিনি গাজীপুর মহানগরের গাছা থানার কেবি বাজার বড়বাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় পার্ক স্টার অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় চাকরি করেন।

অপরজন টঙ্গীর শান্তা এক্সপ্রেশন লিমিটেড পোশাক কারখানায় চাকরি করেন। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকায় বসবাস করেন। তিনি করোনা ছুটিতে ২০ এপ্রিল গ্রামের বাড়ি যান। ১ মে মুদাফা এলাকায় ফিরে নমুনা টঙ্গীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে পরীক্ষা করালে করোনা পজেটিভ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম