Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এক ছাদের নিচে মিলবে ২৬ সেবা

ওয়ান স্টপ সার্ভিস চালু করল বিডা

শিল্পে বিদ্যুৎ সংযোগ সর্বোচ্চ ২৮ দিনে, ৩০ দিনে গ্যাস মিলবে

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বিনিয়োগকারীদের সুবিধার জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর ফলে এক ছাদের নিচে মিলবে গুরুত্বপূর্ণ ২৬টি সেবা। এরমধ্যে শিল্পের জন্য আবেদন করার ২৮ দিনে মিলবে বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগ পাওয়া যাবে ৩০ দিনে। এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় বিডা থেকে একটি সার্কুলার জারি করা হয়। এ উদ্যোগকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা।

জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, বিষয়টি ইতিবাচক। এটি ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল। তিনি বলেন, করোনার আগে বাংলাদেশে বিনিয়োগে খরা যাচ্ছিল। এর অন্যতম কারণ ছিল বিনিয়োগ করতে চাইলে অনেক ধরনের ভোগান্তি শিকার হতে হতো বিনিয়োগকারীকে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে কম সময়ে সুবিধা পাওয়া জরুরি ছিল। তিনি বলেন, এটির সফল বাস্তবায়ন করতে হবে। না হলে শুধু আইন দিয়ে হবে না।

সংস্থাটির দাবি, ওয়ান স্টপ সার্ভিসে বিনিয়োগকারীরা কয়েক ধরনের সুবিধা পাবেন। এগুলো হল- সময় ও অর্থ সাশ্রয় হবে এবং ব্যবসা-বাণিজ্য সহজ হবে। সার্কুলারে বলা হয়েছে- গ্যাস-বিদ্যুৎ ছাড়াও জমির ক্লিয়ারেন্স ও ব্যবহারের সার্টিফিকেট পাওয়া যাবে সর্বোচ্চ ৬০ দিনে। বিডার আশা, এ সিদ্ধান্তের ফলে বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্টে (সহজে ব্যবসা করা সংক্রান্ত সূচক) বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হবে। ২০১৮ সালে ওয়ান স্টপ সার্ভিস আইন সংসদে পাস হয়। বর্তমানে ডুয়িং বিজনেস রিপোর্টে ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৮তম। আর এ আইন সঠিকভাবে বাস্তবায়ন হলে বাংলাদেশের অবস্থান ১০০’র নিচে নেমে আসবে বলে মনে করছে বিডা। যে কোনো জায়গা থেকে অনলাইনে আবেদন করা যাবে। ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, নাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং সার্টিফিকেট অব ইন কর্পোরেশন পাওয়া যাবে মাত্র একদিনে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক থেকে মেমোরান্ডাম অব আর্টিকেল এবং মূলধন বাড়ানোর সনদ তিন দিনে দেয়া হবে। তবে শেয়ার হস্তান্তর, মেমোরান্ডাম অব আর্টিকেলে সংশোধন এবং পরিচালক পরিবর্তনে সময় লাগবে সাত দিন। একদিনের মধ্যে জমি ক্রয়, লিজ চুক্তি সম্পূর্ণ হবে। তবে ক্রয়চুক্তির দলিল হাতে পেতে তিন দিন সময় লাগবে। বিডার নিজস্ব পরিসেবাগুলোর মধ্যে একদিনে শিল্পের নিবন্ধন সনদ দেবে। এছাড়া একদিনে আবাসিক অনাবাসিক ভিসা, আমদানির অনুমোদনের সুপারিশ, মূলধনী যন্ত্রপাতির আমদানি সনদ দেবে। এভাবে একই ছাদের নিতে মিলবে ২৬টি সেবা। দেশি উদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম