Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী আর নেই

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

দলটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, সোমবার নিজ বাসায় ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে আকস্মিক পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মাওলানা নেজামী। পরে পরিবারের সদস্যরা তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফনের বিষয়টি পরে জানানো হবে।

চিকিৎসকদের বরাত দিয়ে মাওলানা নেজামীর ভাতিজা স্বপন আহমেদ জানান, মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। এছাড়া শোক জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা নেজামী। দলটি চারদলীয় জোট গঠন থেকে শুরু করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ছিল। ২০১৬ সালের ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের ত্রিবার্ষিক সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ঘোষণা করেছিলেন- ২০ দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম