খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ
করোনাসহ সার্বিক পরিস্থিতি জানানো হয়
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত ৯টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান মির্জা ফখরুল। দলীয় কর্মকাণ্ড, দেশের করোনাভাইরাস পরিস্থিতি, দলের পক্ষ থেকে অসহায় নেতাকর্মী ও খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের বিষয় চেয়ারপারসনকে তিনি অবহতি করেন। তবে সেখান থেকে বের হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। ২৫ মার্চ খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তার সঙ্গে মির্জা ফখরুল প্রথমবারের মতো দেখা করলেন। জানা গেছে, করোনাভাইরাসের মহামারীতে বিএনপি চেয়ারপারসন উদ্বেগ প্রকাশ করেছেন। দলের প্রত্যেক নেতাকর্মীকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার পাশাপাশি মির্জা ফখরুল দলের কর্মকাণ্ড সম্পর্কে তাকে অবহিত করেন। দেশের করোনা পরিস্থিতি, চিকিৎসা, কৃষি উৎপাদন পর্যবেক্ষণসহ দলের ত্রাণ তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য বিএনপি ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে প্রধান করে বিভাগীয় ও জেলা পর্যায়ে কমিটি গঠন করার বিষয়েও তাকে জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ১২ লক্ষাধিক কর্মহীন ও দুস্থ মানুষকে জরুরি খাদ্য সহযোগিতা প্রদানের নির্দেশনা দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের চিঠি দেয়ার বিষয়ে তুলে ধরা হয়।
২৫ মার্চ বিএসএমএমইউ থেকে সাময়িক মুক্তি লাভ করেন খালেদা জিয়া। দুই সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেন তিনি। চিকিৎসকদের পরামর্শে তিনি এখনও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। পারিবারিক সদস্য ছাড়া আর কারও তার সঙ্গে দেখা করার অনুমতি ছিল না। মুক্তি পাওয়ার পর দলের মহাসচিব প্রথমবারের মতো তার সঙ্গে দেখা করলেন।
